বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর ধামইরহাটে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) এক বিশেষ অভিযানে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. গোলাম রব্বানী (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে ধামইরহাট থানার পাশের একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নেশাজাতীয় ট্যাবলেট ১৪০০ পিস ট্যাপেন্টাডল,১টি বাইসাইকেল,১টি মোবাইল ফোন।
মোট সিজার মূল্য ২ লক্ষ ৮৬ হাজার টাকা।
আটককৃত ব্যক্তি ধামইরহাট থানার নিউটা গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

