ঢাকাThursday , 17 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে শ্লীলতাহানির ঘটনায় যুবক গ্রেপ্তার।

দেশ চ্যানেল
April 17, 2025 2:49 pm
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাগর হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, সাগর এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। সে দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে কিছুদিন আগে বাড়ি এসেছে। ধারনা করা হচ্ছে সাগর মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক সেবনের পরেই সে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ঘটনার সত্যতা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে সাগর হোসেনকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST