ঢাকাFriday , 2 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের বড় সাফল্য: উদ্ধার ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, আটক ১ ।

দেশ চ্যানেল
January 2, 2026 1:01 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ শাকিল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের লিটন ব্রিজ মোড় এলাকায় চেকপোস্ট চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় বিকেল ৪টার সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লিটন ব্রিজ মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল জেলা ট্রাফিক পুলিশ। এসময় সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ: আলিমসহ ট্রাফিক সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ: আলিম সাহসিকতার সাথে তাকে তাড়া করেন। পরবর্তীতে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাকিল। তিনি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর গ্রামের দুলালের ছেলে।

আটককৃত ব্যক্তিকে মাদকসহ নওগাঁ সদর থানার মোবাইল পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST