ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি নওগাঁ জেলার সাপাহার উপজেলার উৎপাদিত আম দেশ তথা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। ইতিপূর্বে চাপাই নওয়াবগঞ্জের আম বিখ্যাত ছিল। কিন্তু বিগত এক যুগ থেকে এই গৌরবের মুকুটটি নওগাঁ জেলা চাপাই নওয়াবগন্জ থেকে কেড়ে নিয়েছে । দেশের ভেতরে ও বাইরে এই জেলার আম সরবরাহ করেছে বিগত সরকার । কিন্তু বর্তমানে সাপাহার উপজেলার উৎপাদিত আম্রপালি, কাটিমন,গৌড়মতি,ব্যানানা ম্যাংগো,বারি–৪ জাতির আম বহির্বিশ্বে রফতানির সুযোগ এসেছে। গত মাসের শেষ সমবারে ইংল্যান্ডে রফতানির উদ্দেশ্যে এক টন আম্রপালি আম নওগাঁ জেলার সাপাহার উপজেলার ‘ বরেন্দ্র অ্যাগ্রো পার্কের ‘ মালিক সোহেল রানার বাগান থেকে প্রেরিত হয়েছে ব’লে উক্ত পার্কের মালিক সোহেল রানা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ফুড এন্ড ভেজিটেবল এক্সপার্ট এসোসিয়েশনের মাধ্যমে ইংল্যান্ডে ১ টন আম্রপালি আম রফতানি করেছেন বলে জানান।
তিনি আরো বলেন, বাগানের প্রত্যেক কর্মী হ্যান্ড গ্লাভ্স পরিধান করে সিকেচার কাঁচি দিয়ে বোঁটাসহ পরিপক্ক আম সংগ্রহ করে স্বাস্থ্য সম্মত পরিস্কার – পরিচ্ছন্ন ঝুড়ি তে সংরক্ষণ করে ফ্যানের বাতাস প্রদানপূর্বক দাগহীন আম বাছাই করে প্যাকেজিং করে রফতানি কারক প্রতিষ্ঠান ” নর্থ বে ঙ্গল অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে ঢাকার শ্যামপুরে প্রেরিত হয়েছে।
এ বছর ৫০ মেট্রিক টন আম রপ্তানির আশা করছেন। চলতি মৌসুমে ইংল্যান্ড ছাড়াও ফিনল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, কাতার, ওমান, আমেরিকা, নিউজিল্যান্ড, তুরস্ক, সৌদি আরবসহ কয়েকটি দেশে আম পাঠানোর অর্ডার তিনি পেয়েছেন।
সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, ‘বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উদ্যোক্তা সোহেল রানা একজন। তাঁর বাগানের আম্রপালি ইংল্যান্ডে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘সাপাহারের আম যাচ্ছে বিদেশে। এটা খুবই খুশির খবর। সোহেল রানার মাধ্যমে বিদেশে যাচ্ছে। ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, বিদেশে নিরাপদ আম রপ্তানি করার লক্ষ্যে নওগাঁয় ৮০ জন চাষিকে ‘উত্তম কৃষিচর্চার (গ্যাপ)’ মাধ্যমে আম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বেশ কিছু চাষির সঙ্গে রপ্তানিকারক কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। তাঁদের মধ্যে সোহেল রানা নামের একজন চাষি তাঁর বাগান থেকে বিদেশে আম্রপালি আম পাঠিয়েছেন।এটি নওগাঁ থেকে বিদেশে আম রফতানির প্রথম চালান।