ঢাকাMonday , 20 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নগরকান্দায় জরিমানা দিয়ে ফের মাসব্যাপী বালু উত্তোলন করছেন ইউপি সদস্য ইব্রাহিম

    দেশ চ্যানেল
    November 20, 2023 1:54 pm
    Link Copied!

    ফরিদপুর জেলা প্রতিনিধি :

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের লস্কারদিয়া হাসিনা সত্তার এতিমখানা সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন ইউপি সদস্য ইব্রাহিম। খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন।জরিমানা করবার পরপরই ফের কোন কিছু তোয়াক্কা না করেই চলছে মাসব্যাপী বালু উত্তোলন। স্হানীয় লোকজন জানান অবাধে ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় আসপাশের ফসলি জমি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় অর্ধ কোটি টাকার বালু উত্তোলন করেছে বলে আশপাশে ফসলি জমির মালিকরা বলেন।দিন- রাত চলছে দুটি বড় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, এ যেন দেখার কেউ নেই।ড্রেজার মেশিনের বিকট শব্দে আশপাশের মানুষ রাতে ঘুমাতে পারছেনা।

    শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।মেশিনের বিকট শব্দে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। ফসলি জমির মালিক শাজাহান মাতুব্বর, ইদ্রিস, সালাম মোল্লা বলেন মাসের পর মাস এক স্থান থেকে বালু উত্তোলন করায় কখন যেন আমাদের ফসলি জমি ধসে যায়।পাইপের বালু উত্তোলনের পানি চুইয়া আশপাশের ফসলি জমির ফসল নস্ট হচ্ছে। বালু উত্তোলনকারীরা স্হানীয় ক্ষমতাশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাইনা। বালু ব্যবসায়ী ইব্রাহিম বলেন প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি,এছাড়া জমির মালিক নাজমুল ভাই প্রশাসনের সাথে কথা বলেছে। বালু ভরাট জমির মালিক নাজমুল শেখ শহরে থাকায় এবং তার ফোন নাম্বারে ফোন দিয়ে বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। এব্যপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন বিষয়টি আমি অবগত ছিলামনা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST