মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে আগামী ১৮ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পদযাত্রা উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রবিবার বিকালে বিএনপির সিংহ পুরুষ মরহুম কে এম ওবায়দুর রহমানের বাড়িতে তার কন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর দিক নির্দেশনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এর সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।প্রস্তুতি সভা শেষে বিএনপি নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন দলীয় নেতা কর্মীরা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা – জাসাস এর নগরকান্দা উপজেলা নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মিষ্টি বিতরণ করেন।