নগরকান্দায় ব্রীজ নির্মাণ কাজের রড চুরির অভিযোগ হোমিও ডাক্তার পরিচয়কারী বিপ্লব ঢালীর বিরুদ্ধে

Spread the love

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা – চাঁদহাট সড়কের পৌরসভার মধ্যজগদিয়া নামক স্থানের ব্রীজ নির্মাণ কাজ চলছে। ব্রীজ নির্মাণ কাজ করছেন ভাই ভাই কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের অভিযোগে গত ১ জুলাই মঙ্গলবার রাতঁ ১১ টার সময় নগরকান্দা থানা পুলিশ ব্রীজ সংলগ্ন হোমিওপ্যাথি ডাক্তার পরিচয়কারী বিপ্লব ঢালীর ১ তলা ভবনের ছাঁদ থেকে রড উদ্ধার করে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক
মোশারফ বলেন আমার ১ টন রড চুরি করে নেয় বিপ্লব ঢালী। রড চুরির বিষয় জানতে পারি এবং পুলিশ নিয়ে তার বিল্ডিং এর ছাঁদ থেকে কিছু রড উদ্ধার করি।রড চুরির সাথে আমার ব্রীজের কাজের শ্রমিকদের মধ্যে দুই একজন জড়িত আছে।রড উদ্ধার কারী এস আই আলমগীর মোল্লা বলেন বিপ্লব ঢালীর ছাঁদ থেকে ৪ টি বড় রেড ১ মন ওজন হবে উদ্ধার করে ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এছাড়া বিপ্লব ঢালী আরও রড চুরি করে বিল্ডিং এর কাজ করেছে বলে ঠিকাদার অভিযোগ করেন।
এবিষয় নগরকান্দা বাজারের মিথিলা হোমিওপ্যাথি দোকানের হোমিও ডাক্তার পরিচয়কারী বিপ্লব ঢালী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আপনারা পরিচিত বড় ভাই-ব্রাদার মানুষ বিষয়টি চেপেজান এবিষয় পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার মিমাংসা করে দিয়েছে। নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার কে একাধিক বার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *