নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, সহকারী প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো: কামরুজ্জামান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শাহ আলম মোল্লা, মোঃ শাহীন মুন্সী, আসাদুজ্জামান মাহতাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হক বলেন, লেখাপড়ার মানোন্নয়ন করতে হলে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের যৌথ উদ্যোগ ছাড়া সম্ভব নয় ।
শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা ঠিকমত করছে কিনা সে দিকে অভিভাবকদের নজর দিতে হবে।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না, সেদিকে নজর দেবার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *