মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
দেশব্যাপী বিএনপি, জামাতসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া।
নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে  যুগ্ম – আহ্বায়ক মোঃ মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর প্রমুখ।
কাজী আব্দুস সোবহান বলেন বিএনপির অপরাজনিতি, দেশে নৈরাজ্যে সৃষ্টির বিরুদ্ধে আমাদের আজকের এই শান্তি সমাবেশ।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নায়নে আবারও আওয়ামী লীগ কে সুযোগ করে দেওয়া আহবান জানান।
তাছাড়া দল যাকেই মনোনয়ন দেয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করবো।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হয়ে শেখ হাসিনার সরকার বার বার দরকারসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। সব শেষে বিশাল এক  র্যালী দলীয় কার্যালয় হতে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                