মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা- চাঁদহাট সড়কের পৌর এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গায় পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে।
প্রায়ই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত তিন বছর ধরে জন গুরুত্বপূর্ণ নগরকান্দা – চাঁদহাট সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন নগরকান্দা ও পাশ্ববর্তী উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে।
বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি, দুর্ঘটনার শিকার হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে ৪-৫ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচলে সড়কটি ঝুকিপূর্ণ। প্রতিদিন গড়ে দুই থেকে তিন শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত বাস ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুঘর্টনা।
সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। এই দশা তিন বছর ধরে ভুগছে জনসাধারন।সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে।
গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় কোথাও কাদাময় হয়ে যাচ্ছে।
এ বিষয় পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন সড়কটি পৌরসভা থেকে এলজিইডিতে দিয়েছি খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে।
উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন আমরা রাস্তার কাজের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠিয়েছি অনুমোদন পেলেই কাজ শুরু করব।