ঢাকাTuesday , 20 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জমাজমির বিরোধে জেরে সাংর্ঘষে যুবক নিহত, আহত ৭-

দেশ চ্যানেল
January 20, 2026 12:25 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সাব্বিরের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতের পিতা তৌহিদুল ইসলামও গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাদের ও নাহিদসহ অন্যান্য স্বজনদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST