ঢাকাTuesday , 3 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পশুর হাটে সেনা ও প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার অন্যতম কেন্দ্রস্থল নড়াইল জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার পশুহাটে চাঁদাবাজি ও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের বিরুদ্ধে এক সফল মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ দল।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় অভিযোগের ভিত্তিতে মংগলবার ৩ জুন বিকালে অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এবিএম মনোয়ারুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

হাটে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে।

এর পরও গোপনে অতিরিক্ত টাকা আদায়ের দৃশ্যমান প্রমাণ পাওয়ায় ৬ জনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্ভয়ে পশু বেচাকেনা করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনীর দল সরাসরি সহযোগিতা করে। মাইকিংয়ের মাধ্যমে মাঠে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়, যাতে সাধারণ মানুষ প্রতারণা বা হয়রানি থেকে সতর্ক থাকে।

হাট এলাকা বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন।সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটে।

এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী ও প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST