জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ১০০ বোতল ফেনসিডিল (নেশা জাতীয় দ্রব্য) উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১)চুয়াডাঙ্গা জেলার জীবন নগর পৌরসভার বসতীপাড়ার কামাল হোসেনের ছেলে অপর আসামি মোঃ আল মিরাজ (১৯) জীবন নগর থানার দৌলতগঞ্জ পাড়ার মোঃ রায়হান ইসলামের ছেলে।
গত ৯ জানুয়ারি ২০২৫ রাত ৯টা ৪০ মিনিটে নড়াইল সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে নড়াইল থেকে মাগুরাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ গ্রহণ করেন।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।