ঢাকাThursday , 3 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সন্ত্রাসী হামলার শিকার হলেন সাংবাদিক জিহাদ।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে ওই সাংবাদিক কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক জিহাদুল ইসলাম দৈনিক সকালের সময় পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার (০১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক জিহাদুল মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চোরখালী গ্রামে ফেরার পথে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ওই রাতেই তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বুধবার (০২ জুলাই) বেলা ১১টায় কালিয়া প্রেসক্লাবের হলরুমে এক জরুরি সভায় এ হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয় ; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্ববান জানিয়েছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST