জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় বিএনপির দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন শেষে ফরিদুজ্জামান ফরহাদ পাংখারচর এলাকায় রিজিয়া-ইউসুফ বালিকা বিদ্যালয়ের উপস্থিত সকলের ভোট প্রার্থনা করেন। এসময় তিনি উক্ত বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক কর্মচারীসহ সূধীজন উপস্থিত ছিলেন।
এরপর তিনি নড়াইল পৌরসভার এরপর সদর হাসপাতালের সামনে, ভিক্টোরিয়া কলেজের সামনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের মুলিয়া বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিএনপির দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

