জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে সাড়ে ৪টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে বিএনপির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একটি প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা আজম মৃধা, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মাসুম, বিএনপি নেতা ইউসুফ আলী, বদিয়ার রহমান, রেজাউল করিম খান, জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, বিউটি বেগম, ববিতা খানম প্রমূখ।

