মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
১৬ই মহান বিজয়ের মাসের উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ। শুক্রবার (০৮ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ পৌরসভার নতুন বাজার মুরে রাজা কমপ্লেক্সের ২য় তলায় নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল এর সভাপতিত্বে ও আহবায়ক লোকমান আহমেদ খান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু যৌথ সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ০১(নবীগঞ্জ -বাহুবল) আসনের নৌকার মনোনীত প্রাথী ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেন, বিজয়ের মাস আমাদের চেতনার মাস এই মাস আমাদেরকে দেশের প্রতি ভালবাসার প্রেরণা যোগায়। দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।বিশাল এই সভায় আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে(নবীগঞ্জ-বাহুবল)আসনের নৌকার মনোনীত ডা: মুশফিক হোসেন চৌধুরী মূল শক্তি হিসেবে যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো:আব্দুল মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড: সুলতান মাহমুদ, নূর উদ্দিন চৌধুরী বুলবুল,হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মো: আবুল কাশেম চৌধুরী, সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু,বাবু বিপ্লব রায় চৌধুরী,শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক এ,কে,এম মঈন উদ্দিন চৌধুরী সুমন,সদস্য আহমেদ ইবনে মুশফিক। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক এড গতি গোবিন্দ দাস, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক চৌধুরী সেলিম,
৮নং সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,১০নং ইউপি চেয়ারম্যান সুমন বিন জাবেদ,নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রাথী ইকবাল আহমেদ বেলাল,
পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো: শাহাজান তালুকদার প্রমুখ। প্রত্যেক ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেক লীগ,শ্রমিক লীগ, নেতা কমীরা উপস্থিত ছিলেন।