মোঃ তুহিন আলম
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদকে বদলি করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদকে বদলি করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। রবিবার সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ বাহুবলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল খায়ের। জানা যায়, সুনামগঞ্জের বিষম্ভর পুরের কৃতিসন্তান মোঃ ডালিম আহমেদ। তিনি গত ২১ ফেব্রুয়ারি ২১ ইং হতে ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং পর্যন্ত নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নবীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় তিনি দাঙ্গা, হাঙ্গামা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং করোনা মহামারিতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদকে হবিগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে।