মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রিপন প্রকাশ আরশ মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। জিআর-১২১/১৪ (সদর), ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের সংশোধনী ২০০২ এর ১৯(এ), জিআর-৮৬/১৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, জিআর-১২০/১৪, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, সিআর-৪৩১/২৩, এর মোট ০৫টি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের কামরুজ্জামান প্রকাশ মোজেফর উল্লাহ এর পুত্র রিপন প্রকাশ আরশ মিয়া (৩৫), একাধিক ডাকাতি মামলার আসামী এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এএসআই জামাল হোসেন সরকার এর নেতৃত্বে এএসআই সানোয়ার হোসেন, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই সুব্রত কুমার দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কামিরাই সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।