ঢাকাFriday , 17 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নাকালিয়ায় দিনব্যাপী নলেজ ফেয়ার অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
January 17, 2025 4:49 pm
Link Copied!

বেড়া উপজেলা প্রতিনিধিঃ

সমাজসেবা মূলক কাজে তরুণদেরকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। একটি সমাজের উন্নয়নের জন্য জ্ঞানের আদান-প্রদানের কোন বিকল্প নেই। নলেজ ফেয়ার এর মত সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগ সমাজে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করতে সহায়ক বলে মন্তব্য করেন, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. শামচুল হক।

পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এই ফেয়ার আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এবং সহযোগিতা করে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন।

অনুষ্ঠানে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সহযোগী সংস্থাগুলোর মধ্যে আলোকিত কুড়ি, ধারা যশোর, গ্রো ইউর রিডার ফাউন্ডেশন , এবং আর্শীবাদ মহিলা উন্নয়ন সমিতি-এর প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের পাটিসিপেটরি প্রোগ্রাম অ্যাডভাইজার রিতু বি. নানদা (সাউথ এশিয়া) এবং প্রোগ্রাম স্পেশালিস্ট (বাংলাদেশ) মো. শাহ-নেওয়াজ। ব্রেডের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. শামচুল হক, ওয়ারেজ আনোয়ার, ইঞ্জিনিয়ার কামাল পাশা সহ পেচাকোলা কমিউনিটির নেতৃত্ববৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ব্রেডের প্রয়াত চেয়ারম্যান এসএম তোজাম্মেল হক-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রেডের নির্বাহী পরিচালক জনাব শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেডের ডেপুটি ডিরেক্টর হোমায়রা ইয়াসমিন পিয়া। ব্রেডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফান্ড রেইজিং ও প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম, আবু সালেহ মো. ইব্রাহিম, বায়েজিদ বোস্তামী, শাহিদা খাতুন, আবু ইউসুফ খান, এএইচএ গিফারী, এবং আবুল কালাম আজাদ।

কমিউনিটির মানুষ এবং স্বেচ্ছাসেবীদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত এবং কার্যকর করে তোলে। দিনব্যাপী এই নলেজ ফেয়ারে মতবিনিময় ও বিভিন্ন শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা ও অনুপ্রেরণার পরিবেশ তৈরি করে।অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST