ঢাকাTuesday , 5 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নাটোর-৪ গুরুদাসপুর -বড়াইগ্রামের এম পি অধ্যাপক আব্দুল কুদ্দুসের ইন্তেকালে বনপাড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 5, 2023 3:57 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ এম, মাসুদ রানা

নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া কালিকাপুর প্রামাণিক প্যালেস গ্রাউন্ডে মরহুম ইয়াদ আলী প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে এই শোক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও নটোর জেলা আওয়ামিলীগের সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এর রাজনৈতিক জীবন ও তাঁর জনপ্রতিনিধিত্বের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, মরহুম এমপি আব্দুল কুদ্দুস এর একমাত্র কন্যা বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি ও একমাত্র ছেলে জেলা আ’লীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ও অন্যান্য নেতৃবৃন্দ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, গত ৩০ আগষ্ট সকালে ঢাকার ইউনাইটেড হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস এমপি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গ্রামের বাড়ি গুরুদাসপুরের বিলসা কবরাস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST