মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ :-ইমদাদুল ইসলাম
অদ্য০২/০২/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৪ আসনে, ব্যারিস্টার
সৈয়দ সাইদুল সাইদুল হক সুমন এম,পি। সভাপতিত্ব করেন মিজবাহুল বর পলাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ১নং ধর্মঘর ইউপি শাখা। আরো উপস্থিত ছিলেন মাধবপুর সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মুসলিম সহ নেতাকর্মী , সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় অংশগ্রহণ করেন খাটিংগা নব জাগরন ক্রিয়া সংস্থা, বিজয় নগর ব্রাহ্মণবাড়িয়া বনাম তায়েব স্পোর্টিং ক্লাব তুলশীপুর, মাধবপুর হবিগঞ্জ।উক্ত খেলায় ৩-০ গোলে তায়েব স্পোর্টিং ক্লাব তুলশীপুর জয় লাভ করেন। খেলার শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।