ঢাকাFriday , 5 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ সম্পন্ন।

দেশ চ্যানেল
September 5, 2025 7:36 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ৩টি আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে।নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আসনগুলোর ভৌগোলিক সীমা কিছুটা পরিবর্তন আনা হয়েছে,যাতে ভোটার সংখ্যা ভারসাম্যপূর্ণ রাখা যায় এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদে আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও),নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এবং নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর) এই তিনটি আসনের সীমানা পরিবর্তণ এসেছে।তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।।বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে ইসি।প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড। আগে কেবল সোনারগাঁ উপজেলা এই আসনে যুক্ত ছিলো।এদিকে,সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে চলে গেলেও নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন।এই ২টি ইউনিয়ন আগে নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর) আসনের সঙ্গে যুক্ত ছিলো।অন্যদিকে,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাকি ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর) আসনের সংসদীয় এলাকা বলে বিবেচিত হবে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি।এর পূর্বে সীমানা পুনর্নির্ধারণ করার সুপারিশ করেছিলো কমিশনের কারিগরি কমিটি।এতে নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর) আসনের সঙ্গে যুক্ত বন্দর উপজেলাকে দুইভাগ করে একটি অংশ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বন্দরের সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৯টি ওয়ার্ড বাদে বাকি ইউনিয়নগুলো নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। তাতে আপত্তি জানায় স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।গত ২৬ আগস্ট রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের গণশুনানিতেও অংশ নেন তারা।সেখানে তাদের আপত্তির কথাও জানান।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা বলছেন, সীমানা পরিবর্তনের ফলে কিছু এলাকায় নতুন সমীকরণ তৈরি হলেও এর মাধ্যমে নির্বাচন আরো ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST