ঢাকাFriday , 18 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় জনতার উত্তাল ঢল।

দেশ চ্যানেল
July 18, 2025 1:58 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে।বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক পূর্ণ হয়ে উঠে।শুক্রবার বিকেল পৌনে ৫টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে দলটি।পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় আসেন নেতারা।এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন,নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়।যা এসে থামবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে। বিজয়স্তম্ভের সামনে বিকেলে পথ সমাবেশ হবে।পদযাত্রায় এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন,সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডাঃ তাসনিম জারা,যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা অংশ নেন।এরপর জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)সোনারগাঁও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন এর নেতৃত্বে সন্ধ্যা ৭ঃ৩০মিনিটে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে এসে এনসিপির কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা স্থল হতে উপজেলা পিরোজপুর ইউনিয়নের দিকে গিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST