মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।মঙ্গলবার (২৮ নভেম্বর)উপজেলা নির্বাচন অফিস হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।শাহজাহান ভূঁইয়া বলেন-আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে নৌকার পক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম।কিন্তু আমি পাইনি।জননেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে বক্তব্যের মাঝখানে বলেছেন-আমি ৩০০ আসনে ৩ জন করে মনোনয়ন দিতে পারবো।কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয়,তাহলে সে নির্বাচন করতে পারবে।আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে মনোনয়ন প্রত্যাশী ছিলাম।আজ মনোনয়ন নিলাম-আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত।তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বলেও জানান শাহজাহান ভূঁইয়া।