ঢাকাMonday , 16 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি আকরাম।

দেশ চ্যানেল
December 16, 2024 4:15 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫(বন্দর)আসনের সাবেক সংসদ সদস্য ও বন্দর উপজেলার মদনগঞ্জ আলী নগরের কৃতি সন্তান এস.এম আকরাম ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫।সোমবার বিকেল ৩ ঘটিকার দিকে রাজধানী ঢাকার বেসরকারি বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।সাবেক এমপি এস এম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি তার দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাবেক এমপি এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে(অতিরিক্ত সচিব)১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের অন্য একটি আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়।৩০ অক্টোবর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সরাসরি মাঠে কাজ করেন।উপনির্বাচনে ২৫ মে ২০১৪ সালে উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।এরপর নাগরিক ঐক্যে যোগদান করেন।২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে নির্বাচনে পরাজিত হন।আত্মীয়-স্বজন সূএে জানাযায়-আগামীকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় থানা পুকুর পাড় জামে মসজিদে মৃতের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পরই ঐ দিন বাদ যোহর নিজ গ্রাম আলীনগরঅস্থ মরহুম আব্দুল জব্বার ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শেষে আলিনগর কবরস্থানে মৃতদেহের দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST