নীলফামারীর ডোমারের মাদক সম্রাজ্ঞী রুপা আবারো হিরোইনসহ গ্রেফতার

Spread the love

মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী

নীলফামারী জেলার ডোমারের সেই কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও ২৬ মামলার আসামী সহিদা বেগম রুপাকে(৪২) হিরোইনসহ গ্রেফতার করেছে থানা পুলিশ রবিবার(২০ আগস্ট) বিকাল ৪টায় ডোমার থানা সাব-ইন্সপেক্টর আমজাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ছোট রাউতা গ্রামের কাজী পাড়া এলাকায় রুপার বসতবাড়ীতে অভিযান চালায়। সেই সময় ৪টি হিরোইনের পুড়িয়া যার ওজন ২গ্রামসহ রুপাকে গ্রেফতার করা হয়।
রুপা ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী থানা সূত্রে জানা যায়, সহিদা বেগম রুপার ইতিপূর্বে বিভিন্ন থানায় ২৬টি মামলা রুজ্জু হয়েছে।

ডোমার থানা ওসি মাহমুদ উন নবী জানান, মাদক উদ্ধারের ঘটনায় উল্লেখিত মাদক সম্রাজ্ঞী রুপার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজ্জুর বিষয়টি প্রত্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *