ঢাকাMonday , 30 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

দেশ চ্যানেল
October 30, 2023 2:31 pm
Link Copied!

তপন দাস নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য (নীলফামারী-০২) বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘রাজনীতি মানে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করছে। উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উন্নয়ন হবেই।’

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল,ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, টুপামারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম শাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নসিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম জানান,’রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণে নির্বাচিত বেসরকারী বিদ্যালয়ের প্রায় দুই কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST