নুসুক ফাউন্ডেশনের সহায়তায় ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার পেলো দেব

Spread the love

তপন দাস নীলফামারী প্রতিনিধি

দেশের সুনাম ধন্য এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত মানবিক সেচ্ছাসেবী সংস্থা নুসুক ফাউন্ডেশন এর ঈদ উপহার হিসেবে হুইল চেয়ার ও সাধারণ চেয়ার পেলেন শারীরিক প্রতিবন্ধী দেব চন্দ্র দাস। শুক্রবার সকালে দেবের বাসায় গিয়ে হুইলচেয়ার ও আর্থিক উপহার দেন নুসুক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান জনাব লেলিন হোসেন বিবিএ। এসময় লেলিন হোসেন বিবি এ এর কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন ভুক্তভোগী দেব চন্দ্র দাস এর মা কনিকা দাস ও তার বাবা বিনত দাস , এসময় ভুক্তভোগী দেব চন্দ্র দাস এর মা বলেন আমার ছেলে দীর্ঘ দিন ধরে মানে জন্ম গত ভাবে সে হাটা চলা করতে পারে না ও কথা বলতে পারে না সে তখন থেকে মানবিক জীবন যাপন করে আসছে আর তাকে নিয়ে আমরা অনেক কষ্টে ও চিন্তায় ছিলাম আর ভাবছিলাম কবে আমার ছেলের একটি গাড়ি হবে , আজকে সাংবাদিক তপন দাস এর সহযোগিতা ও নুসুক ফাউন্ডেশন এর অর্থায়নে আজকে আমার ছেলে একটি গাড়ি পেলো এতে আমি এতোটা আনন্দিত যে বলে শেষ করতে পারবো না একথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এসময় দেব চন্দ্র দাস এর বাবা বিনত দাস বলেন আমরা গরিব মানুষ আমরা দিনে মিলে দিনে খাই তাই ছেলের জন্য একটা গাড়ি কিনতে পারি নি তাছাড়া আমি অনেক জায়গায় গিয়েছি ছেলের একটি গাড়ির জন্য কিন্তু কোন সাড়া পাইনি তবে আপনারা আমার ছেলেকে গাড়ি দিলেন আপনাদের কিবলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুজে পাচ্ছি না । উক্ত হুইলচেয়ার টি দেয়ার সময় উপস্থিত ছিলেন সংস্থাটির রংপুর বিভাগীয় প্রধান লেলিন হোসেন বিবি এ, রংপুর বিভাগীয় সহকারী প্রধান আসাদুজ্জামান আসাদ, সংস্হার নীলফামারী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তপন দাস, জেলা কমিটির ম্যানেজার রুবেল হোসেন , সাধারণ সম্পাদক রায়হান ইসলাম সহ জেলা কমিটির সকল পদের সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *