মোঃ জাহিদুল ইসলাম
স্পোর্টস নিউজ।
ফুটবলে বিভিন্ন রাজা থাকলেও কিছু কিছু রাজা ঝড়ে পরে ইঞ্জুরির কারনে। অপরদিকে শত শত ইঞ্জুরি কে পিছনে ফেলে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। ইঞ্জুরির কারনে মাঠের বাহিরে ছিলেন ঠিক ১৬৬ দিন। আর আজ ফিরেই জোড়া গোল করে পিএসজিকে ম্যাচ জিতানোতে ভুমিকা রাখেন এই সুপার স্টার। আর তার দল পিএসজির প্রতিপক্ষ ছিলো জিয়োনবুক। সেখানে নেইমার খেলতে নেমেই ৪০ মিনিটের মাথায় প্রথম গোল করেন। এবং ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর আক্রমণ করলেও আর গোল পাচ্ছিলো না নেইমার বাহিনী। ঠিক ৮৩ মিনিটের মাথায় আবারও সেই নেইমারের গোলে ২-০ তে লিড নেয় পিএসজি। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় ৩য় গোলটি করেন ম. এসেনসিও।তাই শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে পিএসজি। দুই গোল করে সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নেইমার জুনিয়র।