মোঃ মশিউর রহমান সুমন।
বরিশাল -৪ (মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী শাম্মী আহম্মেদ ও বিদ্রোহী প্রার্থী পস্কজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তাই তাদের মনোনয়ন পত্রের বৈধতার বিষয়টি ঝুলে গেছে।এ বিষয়ে শুক্রবার পক্ষ -বিপক্ষে অভিযোগ শোনা হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানিতেও বিষয়টি সমাধান হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিক সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এ জন্য শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ইসির আপিল শুনানিতে বলা হয়, উভয় পক্ষের অভিযোগ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টায় শোনা হবে। উভয় পক্ষের আইনজীবী ও প্রতিনিধিদের শুক্রবার আসতে বলা হয়েছে।
শাম্মী আহম্মেদের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও পস্কজ নাথের পক্ষে আইনজীবী রানা দাশগুপ্ত আপিল শুনানিতে অংশ নেন।
শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশে নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ করেছেন বর্তমান সংসদ সদস্য ও বিদ্রোহী প্রার্থী পস্কজ নাথ। আর শাম্মী আহম্মেদ পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন।
রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনে পঙ্কজ নাথের মালিকানা রয়েছে। সেই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। দু, পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপেক্ষিতে রিটানিং কর্মকর্তা বিষয়টি পর্যালোচনা এবং উভয় পক্ষের অভিযোগের বিষয়ে যাচাই বাচাই শেষে সিদ্ধান্ত জানাবেন।
পস্কজ নাথের দাবি, আইনগত ভাবে কোনো দ্বৈত নাগরিকের মনোনয়ন জমাদানের আগে তাকে একটি দেশের নাগরিকত্ব বাতিল করা বাধ্যতামূলক। শাম্মী আহম্মেদ এটা না করায় তার মনোনয়ন বৈধ হওয়ার সুযোগ নেই।
শাম্মী আহম্মেদ এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, দল আমার সব তথ্য এবং সবকিছু বিবেচনা করেই মনোনয়ন দিয়েছে।