মোঃ শাহজাহান কবির প্রধান বোদা পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা চন্দনবাড়ী ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামে সোহেল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে বোদা থানা পুলিস।এলাকাবাসী জানায় আজ সকালে সোহেলের লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী সাথে সাথে বোদা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাস উত্তোলন করে মর্গে পাঠায়। এলাকাবাসীর তথ্য মতে জমি জমার বিরোধের জের ধরে উক্ত দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করাচ্ছে। বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন ঘটনাটি সততার স্বীকার করে বলেনপুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেছেন সঠিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।