মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
কোটা এতো দিন নিশ্চুপ থাকলেও এবার আন্দোলনের নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা জেলা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়কের পাশে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়। এ সময় তারা কোটা প্রথা বাতিল করে মেধার মূল্যায়ন করার দাবী জানান। একই সাথে সাধারণ ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের বিচার দাবি করেন তারা।
এর আগে কোটা বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে জেলার বীর মুক্তিযোদ্ধারা। পঞ্চগড় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এই কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সাইখুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করার জোর প্রতিবাদ জানান।