মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়ামে ন্যায্য মূল্য কাঁচা বাজারের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ বাসেত আলি। জেলা প্রশাসক জনান সরাসরি কৃষকের কাছ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সবজি ক্রয় করে নিয়ে এসে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।বর্তমান বাজারে আলোর কেজি ৭৫ টাকা হলেও পঞ্চগড় অডিটোরিয়ামে ন্যায্য মূল্যে ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
একইভাবে পিয়াজ ৮০,মরিচ ৬৫, লাউ প্রতি পিস ২০ টাকা, সিম৬০,বাঁধাকপি ৪০, করলা ২০,মূলা ৩৫, বেগুন ২০,লাল শাক ৩০,ডাঠা ১৮ দড়ে বিক্রি হচ্ছে। সকাল থেকে পঞ্চগড় অডিটোরিয়ামে ন্যায্য মূল্য বাজারে ক্রেতাদের অনেক ভিড় দেখা যায়, ন্যায্য মূল্যে বাজার পেয়ে ক্রেতারা খুবই খুশি। বাজারের চেয়ে ন্যায্য মূল্যের বাজারে ২০ থেকে ৩০ টাকা কমে তারা নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ক্রয় করতে পারতেছে।ক্রেতারা বলেছেন আরো দোকান ও পণ্য বাড়লে আমাদের অনেক সুবিধা হবে। সপ্তাহের প্রতিদিন ন্যায্য মূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।