পঞ্চগড় প্রতিনিধি :
ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির আওতায় বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে পঞ্চগড়ে একটি পরিবার। পরিবারটির বাকি কিস্তির টাকাও মওকুফ করেছে ওয়ালটন প্লাজা। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা গ্রহণ করেছেন পঞ্চগড় তেতুলিয়া উপজেলার দেবনাগড় ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের মৃত ক্রেতা শরিফুল ইসলাম (৪৪) স্ত্রী আবেদা বেগম।
সম্প্রতি শীত জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ালটন প্লাজার ক্রেতা শরিফুল ইসলাম এর পরিপ্রেক্ষিতে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এই সুবিধা পেলো তার পরিবার। পঞ্চগড় ধাক্কা-মারা য়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করেন শরিফুল ইসলাম স্ত্রী আবেদা বেগম।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ধাক্কা-মারা ওয়ালটন প্লাজায় স্ত্রী আবেদা বেগম হাতে আর্থিক সহায়তা তুলে দেন ওয়ালটন প্লাজা ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরকাউন্সিলর মো: বাবু , ওয়ালটন প্লাজা ধাক্কা-মারা শাখার ব্যবস্থাপক মনোয়ারুল হোসেন, গণমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ালটন প্লাজা ধাক্কা-মারা কর্মকতাসহ পঞ্চগড় বিভিন্ন এলাকায় কর্মরত ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় মৃত ক্রেতা শরিফুল ইসলাম স্ত্রী আবেদা বেগম জানান, আমার স্বামী ধাক্কা-মারা ওয়ালটন প্লাজা থেকে ৬ সেপ্টেম্বরে ৪ হাজার ৮০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ওয়ালটনের একটি ফ্রিজ কিনেন৷ ৫টি কিস্তি পরিশোধ করেছিলেন তিনি। এরইমধ্যে চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তারিখে আকস্মিকভাবে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর পরিপ্রেক্ষিতে তার কিস্তির টাকা মওকুফসহ ৫০ হাজার টাকার সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা।
ওয়ালটন প্লাজার ধাক্কা-মারা শাখার ব্যবস্থাপক মনোয়ারুল হোসেন বলেন, ক্রেতাদের বাড়তি সুবিধা দেয়ার উদ্দেশ্যে গত বছরের ডিসেম্বরে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ চালু করা হয়েছে। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হয়। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে। এরইমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন প্লাজার এই সুরক্ষানীতি।