মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি,
শনিবার ১৭ ই জানুয়ারি বিকেলে পঞ্চগড় ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি পানিয়া মার্কেট এলাকা থেকে দুটি অটো সহ ২০ বস্তা সার আটোক করে স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফাহমিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, পঞ্চগড় সদর থানার এস, আই তৈয়ব সরকার।
স্থানীয় সূত্রে জানা যায় পঞ্চগড় ধাক্কামারা বাগানবাড়ি চা বোর্ড সংলগ্ন সার ডিলার মোছাঃ কামরুন নাহার এর মেসার্স সৌরভ বীজ ভান্ডারের গোডাউন থেকে ২০ বস্তা বিএডিসি সার কালোবাজারি উদ্দেশ্যে ২ টি আটোতে করে যতনপুকুরী এলাকা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
এসময় কালোবাজারির মূল হোতা মোমিন মিয়াকে আটক করা গেলেও ডিলার কামরুন নাহার ঘটনায়স্থল থেকে পালিয়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে সার কালোবাজারি অপরাধে আটকৃত মোমিনকে ছয় মাসের কারাদণ্ড ও ডিলার এর ম্যানাজারকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় সার সিন্ডিকেটের মূল হোতা মোমিন আটোয়ারী উপজেলার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন থেকেই এই চক্রটি পঞ্চগড়ে সার সিন্ডিকেট করে আসছে। যেখানে সরকারী ভাবে ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের সার দেওয়ার কথা, ঠিক সেই সময় একটি চক্র দীর্ঘদিন থেকেই সার সিন্ডিকেট ও কালোবাজারি করে আসছে। একদিকে যেমন বাজারে সার সংকটের সিন্ডিকেট তৈরি হচ্ছে অন্যদিকে কৃষকদের নিরুপায় হয়ে দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে প্রতি বস্তা সার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় মোমিন পঞ্চগড় জেলায় কৃষকদের সার বিভিন্ন ডিলারদের সহযোগিতায় কালোবাজারি করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমেদা সুলতানা ও উপজেলা কৃষি অফিসার আশাদুন্নবী এর উপস্থিতিতে ন্যায্য মূল্যে ২০ জন্য কৃষকের মাঝে বিক্রয় করা হয়।

