আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা ।
খুলনার পাইকগাছায় সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৬সেপ্টেম্বর)দুপুরে উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় । পরে কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম-সম্পাদক সাধন কুমার ভদ্র। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, জাতির পিতা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজকের বাংলাদেশ তারই স্বপ্নের ফসল। কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতেও সক্ষম হব।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, জেলা আ’লীগের সাংগঠনিক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিঃ মাহাবুবুল আলম,থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) তুষার কান্তি দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,জেলা পূজা পরিষদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড.চিত্ত রঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়,সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন,পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবু রাম মন্ডল প্রমুখ।
পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,লতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ মন্ডল,পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,তৈয়েব্যুর রহমান,কবিতা দাস সহ জেলা,উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,মুরারী মোহন সরকার,উত্তম সাধু,অধ্যক্ষ মিহির বরন মন্ডল,হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি সন্তোষ কুমার সরকার,বি,সরকার,স্নেহেন্দু বিকাশ, দেবব্রত রায় দেবু,অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার সহ যুবলীগ নেতা আকরামুল ইসলাম, পরেশ মন্ডল,দীপঙ্কর মন্ডল,ত্রিনাথ বাছাড়,উপজেলা মহিলা আ’লীগের প্রভাষক নিবেদিতা মন্ডল, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি,উপজেলা যুবমহিলা লীগের সম্পাদক ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা,পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি,গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এ কে নাসিম সহ অনেকে। দুদিন ব্যাপি এ অনুষ্ঠানে পুর্জা অর্চনা,ভাগবত পাঠ,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরন, শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ বৃহস্পতিবারে নন্দোৎসব।