মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০’টা থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের খেলা দুটি অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন-রানার্সআপ ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুস্মিতা ত্রিপুরা। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলায় বালকদের ফাইনালে মোকাবেলা করে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কারিগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে বাজার মডেল ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকাদের ফাইনালে খর্গপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে নালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা দুটি পরিচলনা করেন রাশেদুল ইসলাম রাশেদ। সহকারী হিসেবে ছিলেন নয়ন ও কাউছার।