আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি।
পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের অন্তর্গত ভাটিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভা কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় গর্ভকালীন সময় এবং সন্তান প্রসব করার পরবর্তী সময় সচেতন করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা
আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: সানজিদা মুজিব, ইউএইচ এন্ডএফপিও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুজানগর, পাবনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছা: রিনা আক্তার, প্রধান শিক্ষক হিরণ নদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর, সুজানগর, পাবনা।
ডা: সানজিদা মুজিব গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের যত্ন নিয়ে বিভিন্ন বিষয়ে অবহিত করেন, গর্ভকালীন বিভিন্ন ঝুঁকি এবং গর্ভ পরবর্তী যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি নিরাপদ ডেলিভারির লক্ষ্যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে ব্রেডের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী মায়েদের আহ্বান করেন।
প্রকল্পের উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএএইচ প্রকল্প, ব্রেড।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার এ,এইচ,এ, গিফারী।
আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার মারুফা খাতুন মিতা ও বায়েজিদ বোস্তামী।