আবুজর গিফারী -উপজেলা প্রতিনিধি।
মঙ্গলবার ২৯ আগস্ট পাবনার দুলাই ইউনিয়নের সভা কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও কোর গ্রুপ (ইউএসএ) এর সহযোগিতায় ইম্প্রোভিং, সেক্সচুয়াল, রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এন্ড এডোলেসেন্টস হেলথ (এসআরএমএনসিএএইচ) প্রকল্প এর আওতায় “মাতৃমৃত্যু ও নবজাতক শিশুর স্বাস্থ্যের যত্ন” শীর্ষক শিরোনামে এক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
ব্রেড পাবনা জেলার বেড়া ও সুজানগর উপজেলার ছয়টা ইউনিয়ন নিয়ে তারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে।
আজকের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার সানজিদা মুজিব ( UHNFPO), সুজানগর, পাবনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মোঃ আব্দুস সবুর, প্যানেল চেয়ারম্যান দুলাই ইউনিয়ন।
ডাক্তার সানজিদা মুজিব গর্ভবতী মায়েদের যত্ন বিষয়ক বিভিন্ন তথ্যবহুল আলোচনা করেন। তিনি গর্ভকালীন মাতৃমৃত্যু হওয়ার বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিষয় আলোকপাত এবং নবজাতক শিশুর স্বাস্থ্যের যত্নে কি কি করণীয় সে বিষয়েও বিস্তার তথ্যবহুল আলোচনা করেন। গর্ভকালীন সময় এবং নবজাতক শিশু ও স্বাস্থ্য বিষয়ে যে কোন সেবার জন্য তিনি সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে নিয়মিত সেবা নেওয়ার ব্যাপারে পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন জনাব মোঃমনিরুল ইসলাম, (প্রকল্প সমন্বয়কারী এসআরএমএনসিএএইচ প্রকল্প, ব্রেড)।
তিনি প্রজেক্টর এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ছোট ছোট ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। তিনি তার বক্তব্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের যত্ন ও নবজাতক শিশুর যত্ন বিষয়ক পরামর্শ প্রদান করেন।
উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিল্ড অর্গানাইজার বাইজিদ বোস্তামী। আরো উপস্থিত ছিলেন ব্রেড এর ফিল্ড অর্গানাইজার তাহেরা খাতুন।