ঢাকাMonday , 9 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ঈশ্বরদীতে কলেজ অধ্যক্ষের ৫ লাখ টাকা ছিনতাই

দেশ চ্যানেল
October 9, 2023 5:23 pm
Link Copied!

মোঃ নূরুন্নবী জেলা প্রতিনিধি পাবনা:

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের গতিরোধ করে অধ্যক্ষের প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঈশ্বরদীর পুলিশ ফাঁড়ির ৩০০ গজের মধ্যে দিনদুপুরে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের চার লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সোনালী ব্যাংক বাজার শাখার প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

ছিনতায়ের শিকার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, কলেজ থেকে তার নিজের বকেয়া আট মাস ১৩ দিনের এরিয়া ভাতা ও সেপ্টেম্বর মাসের বেতন উত্তোলনের জন্য সোমবার দুপুরে ঈশ্বরদী বাজারের সোনালী ব্যাংক শাখায় যান। সেখান থেকে চার লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করে নিজ পকেটে ৮ হাজার টাকা রাখেন। আর বাকি চার লাখ ৮০ টাকা ব্যাগে রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার জন্য রওনা দেন।

কিন্তু তার মোটরসাইকেলটি সোনালী ব্যাংকের প্রধান গেট পার হওয়ার সময় সেখানে ওত পেতে থাকা চার-পাঁচজন অপরিচিত লোক হঠাৎ তার গতিরোধ করে মোটরসাইকেলের সামনে দাঁড়ায় এবং পেছন থেকে কয়েক ব্যক্তি এসে মোটরসাইকেলে রাখা ব্যাগটি ছিনতাই করে দ্রুত চলে যায়। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন । চিৎকার শুনে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তিনি মোবাইল ফোনে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানালে পুলিশ এসে খোঁজখবর নিয়ে চলে যান।

অধ্যক্ষ আরও জানান, ছিনতাইকারীদের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে হবে। তবে তিনি কাউকে চিনতে পারেননি। সিসিটিভি ক্যামেরায় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ভিডিও রয়েছে। পরে খবর পেয়ে আমবাগান ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান কলেজ অধ্যক্ষ।

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান বাসির জানান, সিসিটিভি ফুটেজে অধ্যক্ষের মোটরসাইকেলের পেছনে রাখা ব্যাগ তিন ব্যক্তি এসে নিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST