ঢাকাWednesday , 9 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পাহাড়ি সীমান্ত থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার, আটক -১

    দেশ চ্যানেল
    August 9, 2023 2:46 pm
    Link Copied!

    রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

    নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ি সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে হাকিম মিয়া (২২) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বিনয় সরকার (২১) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

    আজ বুধবার সকালে দুর্গাপুরের সীমান্ত এলাকা দাহাপাড়া পাহাড়ের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত (০১ আগস্ট) মঙ্গলবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোটরসাইকেলসহ ওই চালক।

    মোটরসাইকেল চালক হাকিম মিয়া (২২) নেত্রকোনা জেলার পার্শ্ববর্তী উপজেলা পূর্বধলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে।

    নিহতের স্বজনরা জানান,প্রতিদিন জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাত হাকিম। গত ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবার পুর্বধলা থানায় একটি জিডি করে।

    পুলিশ সূত্রে জানা যায়,নিখোঁজ হওয়ার সেই জিডির পর বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খোঁজ পাওয়া যায়। পরে গত মঙ্গলবার রাতে বিনয়কে আটক করলে তার দেয়া তথ্যমতে আজ বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। টাকা এবং মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির দ্বারা বিনয়কে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে দাহাপাড়া পাহাড় থেকে হাকিম মিয়ার লাশ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST