পুঠিয়া উপজেলা প্রতিনিধ মুন্না আলী (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়াতে মনোনয়ন থেকে বঞ্চিত আহসানুল হক মাসুদ। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি রাজশাহী ৫ (পুঠিয়া দুর্গাপুর) থেকে নির্বাচন করবেন ওই আসনে। এবার মনোনয়ন পত্র পেয়ে নৌকার প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ২ বারের এমপি আব্দুল ওয়াদুদ দ্বারা।
ফেসবুক লাইভে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে আহসানুল হক মাসুদ তিনি বলেন রাজশাহী ৫ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য যা যা প্রক্রিয়া করার প্রয়োজন সব তিনি করেছেন।
আরো বলেন তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।
শেখ হাসিনার নির্দেশনা ফলো করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে প্রার্থী ঘোষণা করেছেন। তিনি শতভাগ আশা করেন রাজশাহী ৫ (পুঠিয়া দুর্গাপুরের) জনগণের ভোটের মাধ্যমে তিনি জয়লাভ করবেন।