মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
রাজশাহী উপজেলায় পুঠিয়া কারিগরি কলেজে বুধবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সরকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট হিসেবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।ভোটকেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও শক্তিশালী করতে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কেন্দ্রে যাতে আবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুনজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মোর্তুজা এবংপুঠিয়া দুর্গাপুরের জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির রেজাউর রহমান। জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আহমদ উল্লাহ। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতা কর্মী উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ইউসুফ মির্জা।