মোঃ শরিফুল ইসলাম পুঠিয়া, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ইলেকট্রনিক সামগ্রী দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। সিসি ক্যামেরায় দেখা গেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরি সংঘটিত হয়।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাবিলা ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার দোকানে দেশীয় ধারালো অস্ত্র হাতে পাঁচ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন ধরনের মালপত্র চুরি করা নিয়ে যায়। এতে করে ওই দোকানের দুই লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দোকান মালিক নাজমুল হুদা বাদী হয়ে পুঠিয়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, দোকান চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।