মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
দেশের বিভিন্ন জেলা থেকে নাড়ির টানে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন তিনারা তাদের আত্মীয়-স্বজনদের সাথে ঈদুল ফিতর উদযাপন শেষে আবারো নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছেন। এতে করে রাজশাহী জেলার পুঠিয়া সহ আশেপাশে কয়েকটি উপজেলার মানুষ পুঠিয়া বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ভিড় করছেন। ফলে পুঠিয়া বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী থেকে দেশের বিভিন্ন প্রান্তে গমনে পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী উত্তোলনের জন্য বিভিন্ন বাস থামাচ্ছেন।ফলে সরোজমিনে গিয়ে দেখা যায় যে পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে রাজশাহীর দিকে প্রায় এক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পবা হাইওয়ে পুলিশ এই যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছেন। কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে দুই একদিনের মধ্যে এই চাপ কমে যাবে বলে জানান।