ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পেট্রোল-ডিজেল ভর্তি ট্রলারে বিস্ফোরণ নিখোঁজ-৩-

    দেশ চ্যানেল
    June 26, 2024 1:15 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর প্রায় ১:২০ মিনিটের দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ট্রলারে থাকা প্রতিটি তেলের ড্রাম বিস্ফোরনের শব্দে আশপাশের বাড়িঘর,মসজিদ,দোকানপাট ও থানাসহ আশপাশের এলাকা কম্পণের সৃষ্টি হয়।বিস্ফোরণের ঘটনায় ট্রলারের ৪ শ্রমিকের মধ্যে একজন কোনরকমে নদী পাড়ে হয়ে উঠতে পারলেও বাকি ৩ জন নিখোঁজ রয়েছেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট দুপুর প্রায় ৩ টারদিকে ট্রলারের আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন।তিনি জানান-খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই, বিস্তারিত পরে বলা যাবে।ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।তিনি জানান-ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন,তারা ভিতরে রান্না করছিলো। এসময় সেখান থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে।ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিলো।প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়েছে।ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)দিদারুল ইসলাম জানান- বিস্ফোরণের ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিলো।এসময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিলো বলে শুনেছি।ধারণা করা হচ্ছে-সেখানে থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।উদ্ধারকৃত ১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে,বাকি ৩ জনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।তবে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)নুরে আলম মিয়া জানান-ডিপো সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে রাখা একটি তেলবাহী ট্রলারে আগুন লেগেছে।আমরা খোঁজখবর নিচ্ছি,ঘটনার ১ জনকে উদ্ধার করা হয়েছে ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST