জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি :
আগামী দুই আগস্ট বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলায় আওয়ামীগের প্রস্তুতি সভা।
সোমবার (২৪জুলাই) দুপুরে উপজেলা পরিষদ কার্যলয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,পঞ্চগড়-১আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধান।
এসময় উপস্তিত ছিলেন,উপজেলা আওয়ামীগের সহ সভাপতি সরদার আফতাবউদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সদ্যস বীরমুক্তিযোদ্ধা গোলাম হাফিজ,উপজেলা আওয়ামীগের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা যুবলীগ আহবায়ক মোজাফ্ফর হোসেন,উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক আকন্দ,উপজেলা আওয়ামীগ সহঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হবি,উপজেলা আওয়ামীলীগের সদস্য দানিয়েল হোসেন, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম,৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুরুজ্জামান,প্রমুখ। আগামী ২ আগস্ট আমরা অন্তত লক্ষাধিক মানুষ নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত থাকবো এবং যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলকে নিরলস কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।