হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে মাধবপুর থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানান মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান।
তিনি জানান, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মিনহাজ কাসেদকে আটক করে থানায় রাখা হয়েছে।
জানা গেছে, মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সঙ্গে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের দেওয়া একটি বক্তব্যের জেরে বিশৃঙ্খলা তৈরী হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় অংশগ্রহনকারী উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ একটি বক্তব্য দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন। আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের একটি বক্তব্যে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন।