মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার আওতাধীন বন্দর থানার অধীনে র্যাবের পরিচয়ে প্রবাসীদের ডাকাতির অভিযাগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। সোমবার সন্ধ্যায় কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার(লজিষ্টিক)ইশতিয়াক হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।আটককৃত হলো-বশির আহমেদ(৫২),সে পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।র্যাব জানায়-কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে আবু হানিফ (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া (৩৫) দুজনেই দুবাই প্রবাসী।তারা দুইজনে গত ১৪ জানুয়ারি ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে,পথিমধ্যে বেলা আড়াইটার দিকে ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের বন্দর থানাধীন কেওডালায় পৌছিলে একটি সাদা রংয়ের হাইয়েজ গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে।৪/৫ জন লোক র্যাবের পোশাক পরে দুবাই প্রবাসীকে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায়।তখন প্রবাসীদের বহনকৃত বাসের ড্রাইভার ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলে,কিন্তু দুস্কৃতিকারীরা কোন পরিচয়পত্র না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোর পূর্বক হাইয়েজ গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়।এরপর তারা প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার হাত পা ও চোঁখ বেঁধে ফেলে মারধর করে।তাদের সাথে থাকা নগদ ১২ লাখ টাকা ৫ হাজার ব্রিটিশ পাউন্ড যার বাংলাদেশী মূল্য সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড যাহার বাংলাদেশী মূল্য টাকাসহ সর্বমোট ২১ লক্ষ ৩৫ হাজার টাকা,২টি মোবাইল সেট,৩টি পাসপোর্ট,জামা কাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে দুস্কৃতিকারীরা প্রবাসীদের সন্ধ্যায় ঢাকা-ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তাহাদের সাথে ওয়াকিটকি,হ্যান্ডকাফ ও পিস্তল ছিলো।র্যাব আরো জানায়-চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে।পরবতীর্তে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব বশির আহমেদকে বাগেরহাটের মোংলা গ্রাম থেকে আটক করে।তার নামে নারায়ণগঞ্জের বন্দর থানায় ভুয়া র্যাবের পরিচয়ে দস্যুতার মামলা,ঢাকার কেরানীগঞ্জ থানায় ভুয়া র্যাবের পরিচয়ে ডাকাতির ২টি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা ও অস্ত্র আইনে মামলা,ঝালকাঠি থানায় ডাকাতির মামলা এবং কুমিল্লার দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে বলে জানা যায়।